‘সিআইডি’দেখে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-২২ ২০:১৬:০৮


সিলেটের ওসমানীনগর থানা এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম মেশিনের লক ভেঙে ২৪ লাখ টাকা লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। চক্রটি জুয়ার টাকা জোগাড় করতেই ভারতের অন্যতম ক্রাইম মেগা সিরিয়াল ‘সিআইডি’ দেখে ডাকাতির পরিকল্পনা করে। ২৪ লাখ টাকার মধ্যে ১৪ লাখ টাকা তারা উড়িয়ে দেয় জুয়া খেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা  সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম এই ডাকাতির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার।

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন হলেন চক্রের মূলহোতা মো. শামীম আহাম্মেদ, নূর মোহাম্মদ সেবুল ও আব্দুল হালিম। তাদের মধ্যে শামীম আহাম্মেদ দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন, নূর মোহাম্মদ আগে দর্জির কাজ করেন, আর আব্দুল হালিম চায়ের দোকানদার।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, এই চক্রের মূলহোতা শামীম আহাম্মেদ দীর্ঘদিন ওমান থাকার পরে দেশে এসে বেশি টাকা আয়ের লোভে সিআইডি দেখে ডাকাতির পরিকল্পনা করেন। গ্রেপ্তারকৃতদের বাকি দুজন- নূর মোহাম্মদ আগে দর্জির কাজ করতেন। আর আব্দুল হালিম চায়ের দোকানদান ছিলেন।

তাদের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি-না জানতে চাইলে হারুন-অর-রশীদ বলেন, শামীম ও নূর মোহাম্মদের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। পলাতক একজনসহ এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সানবিডি/এনজে