বাফুফের সাবেক মিডিয়া ম্যানেজারের মৃত্যু
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৩ ১০:৪১:৫২
আহমেদ সাঈদ আল ফাতাহ দেশের ফুটবলাঙ্গনে খুব পরিচিত মুখ। আজ (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন।
গতকালও ফুটবলাঙ্গনের অনেকে ফাতাহর সঙ্গে নানা বিষয়ে আলাপ আলোচনা করেছেন। সুস্থ-স্বাভাবিক মানুষ আজ ভোরে দুনিয়া ত্যাগ করলেন৷ ফাতাহর মৃত্যুতে ফুটবলাঙ্গন ও সাংবাদিকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে স্ত্রী ও কন্যা সন্তান রেখে গেছেন৷
ফাতাহ ও আবু নাইম সোহাগ ২০০৫ সালে বাফুফেতে একসঙ্গে যোগদান করেন। ফাতাহ মিডিয়া ম্যানেজার ও সোহাগ কম্পিটিশন ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। খুব অল্প দিনে ফাতাহ ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে সবার প্রিয় হয়ে ওঠেন৷ ২০১১ সালে বাফুফের সঙ্গে তার সম্পর্কছেদ ঘটে। কয়েক বছর নিজ জেলা কুষ্টিয়াতে যান। সেখানে নারী ফুটবল নিয়ে কাজ করেন।
২০১৬ সালে আবারও বাফুফেতে যোগদান করেন। সেইবার মার্কেটিং ও সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সচিব হিসেবে। তিন বছর এই দায়িত্বে ছিলেন। ২০১৯ সাল থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ সাইফ গ্লোবাল স্পোর্টসে যোগ দেন। সেখানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দেশের শীর্ষ ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন৷
সাইফ স্পোর্টিং ক্লাব, বাফুফে সহ বিভিন্ন সংস্থা ফাতাহ’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। তার পরিবারের তথ্যমতে আজ সকালে ঢাকা সেনানিবাসে একটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ফাতাহ’র লাশ বিকেলে নিজ জেলা কুষ্টিয়ায় দাফন করা হবে।
সানবিডি/ এন/আই