আফগানিস্তানের অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্রুত অবসান চায় চীন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৩ ১৫:২৬:৪০
তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা অবসানে বিশ্ব নেতাদের জোর তাগিদ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বুধবার জি২০ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।
এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন একক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের যত দ্রুত সম্ভব অবসান ঘটাতে হবে।
গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করে ওয়াশিংটন। এছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও দেশটির অর্থ আটক করেছে।
ওয়াং ই বলেন, আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশটির সম্পদ আর সেগুলো দেশটির জনগণের জন্য ব্যবহার হতে দেওয়া উচিত। এগুলো কোনোভাবেই আফগানিস্তানের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হতে দেওয়া উচিত হবে না।
এদিকে চীন, রাশিয়া ও পাকিস্তান ঐক্যবদ্ধভাবে তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছে।
সানবিডি/এনজে