নতুন কারা মহাপরিদর্শক আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৩ ১৮:০৫:৪৪


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিভাগের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে কারা মহাপরিদর্শক করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়া কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এএ