ইউপি ও পৌরসভা ভোটের ফল বাতিলে ট্রাইব্যুনাল গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৩ ১৯:৫১:৩৬


প্রথম ধাপের স্থগিত থাকা ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ষষ্ঠ ধাপের স্থগিতকৃত নয়টি পৌরসভার নির্বাচনের ফলাফল বাতিলে বা কোনো অভিযোগের প্রতিকার পেতে সংক্ষুব্ধদের জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়ার পর ৩০ দিনের মধ্যে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।

ইসি’র আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা দুইটি চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় জানানো হয়, সংশ্লিষ্ট জেলার সিনিয়র সহকারি জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজকে নিয়ে যথাক্রমে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে কোনো প্রার্থী ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে বা অন্য কোনো প্রতিকার পেতে চাইলে ট্রাইব্যুনালে যেতে পারবেন।

এক্ষেত্রে ভোটের গেজেট প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। ট্রাইব্যুনাল সেই আবেদন ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। সেখানে সুবিচার পাননি মনে করলে সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল ট্রাইব্যুনালও পরবর্তী ১৮০দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করবেন।

এএ