শিল্প মন্ত্রণালয়ের অধীনে চামড়া শিল্প কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৩ ২০:৪৬:১২


চামড়া শিল্পের উন্নয়ন ও এই খাতের বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে চামড়া শিল্প কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে এই সংক্রান্ত টাস্কফোর্স। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উক্ত টাস্কফোর্সের সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে গঠিত চতুর্থ সভায় এই প্রস্তাব করা হয়।

টাস্কফোর্সের আহবায়ক ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন-এর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মো. শাহাব উদ্দিন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন, ট্যানারি শিল্পের সংগে জড়িত ব্যবসায়ী নেতারা এসময় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, চামড়া শিল্পখাত একটি বৃহৎ শিল্প। চামড়া রফতানির জন্য বিদেশে নতুন বাজার খুঁজতে হবে। চামড়া ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালাতে হবে। এই জন্য সরকার সবরকম সহযোগিতা করবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, আমরা ট্যানারি শিল্পনগরী বন্ধ করার পক্ষে নই। আমাদের কাঁচামাল আছে, জনশক্তি আছে, অভিজ্ঞতা আছে। কাজেই শিল্পনগরীর চামড়া কারখানাসমূহের সুষ্ঠু উৎপাদন কার্যক্রমের স্বার্থে পরিবেশগত ছাড়পত্রের নবায়ন ত্বরান্বিতকরণ, সিইটিপি কার্যকর করা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ করার পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ঠিকভাবে করতে হবে।

বাণিজ্যমন্ত্রী সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বলেন, আমরা চামড়াজাত পণ্য রফতানি করে বিলিয়ন ডলার আয় করতে চাই। সে লক্ষ্যে কাজ করছি।

সভায় শিল্পসচিব জাকিয়া সুলতানা কেন্দ্রিয়ভাবে চামড়া মজুদ ও সংরক্ষণের জন্য গুরুত্বারোপ করেন।

এএ