নড়াইলে শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
|| প্রকাশ: ২০১৬-০১-২৭ ২০:১২:৩১ || আপডেট: ২০১৬-০১-২৭ ২০:১৪:৩০

নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭জানুয়ারী) দুুপুরে রূপগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে এ পুরস্কার বিতরণ করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৪র্থ পর্যায়) আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নড়াইলের সহকারী পরিচালক মদন চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলামিষ্ট প্রদ্যোৎ ভট্টাচার্য, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রণজিৎ কুমার রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ সাহা প্রমুখ। এবছর শ্রেষ্ঠ পাঁচজন শিক্ষক ও ১০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ