দর পতনের শীর্ষে মনোস্পুল পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৫ ১১:২৬:২৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬ কোটি ৫১ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের দর কমেছে ১৮ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ১৫ দশমিক ৪৬  শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.১৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.৪৩ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.১১ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.৮১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৩৮ শতাংশ এবং ইবনে সিনার শেয়ার দর ৮.৮১ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস