আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৫ ১৭:০৫:৩৭
চলতি বছরের এসএসসি পরীক্ষাও আগামী ১৪ নভেম্বর থেকে আয়োজনের প্রস্তাব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনায় অনুমোদন দেয়া হলে যে কোন মুহূর্তে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ হবে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার একটি খসড়া রুটিন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী আগামী ১৪ই নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর কথা বলা হয়েছে। রুটিনটি অনুমোদন দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পরীক্ষা হবে ৫০ নম্বরের। সময় দেড় ঘণ্টা।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, করোনা পরিস্থিতির অবনতি না হলে ১৪ই নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর রুটিন প্রকাশ করবে শিক্ষা বোর্ড।
সানবিডি/এনজে