দর পতনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৬ ১৬:০৯:৩৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৬১২ বারে ৮ লাখ ৯৮ হাজার ২৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৪ শতাংশ কমেছে। ফান্ডটি ১৩৮ বারে ৪ লাখ ১ হাজার ৬৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি  ৭২  বারে ৬ হাজার ১৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.০৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৪.৯১ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৪.৭৪ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৪.৪৭ শতাংশ এবং এএফসি এগ্রোর শেয়ার দর ৪.৪৪ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস