ব্লক মার্কেটে লেনদেন ১৩০ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৬ ১৭:০৩:১৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানির ১৩০ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের ২৬ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটার ২৪ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার টাকার।

এছাড়া, আইসিবি ইসলামি ব্যাংকের ৯ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার টাকার, ডেল্টা লাইফের ৮ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার,  ওরিয়ন ফার্মার ৭ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার, পদ্মা লাইফের  ৬ কোটি ৪৯ লাখ টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার, সোনালী লাইফের ৪ কোটি ৫ লাখ টাকার, সোনালী পেপারের ২ কোটি ২০ লাখ টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৫ লাখ ২৬ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৩২ লাখ ৪০ হাজার টাকার, এবি ব্যাংকের ২৮ লাখ ৫৬ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ২৩ লাখ টাকার, খুলনা পাওয়ারের ১৭ লাখ ৪৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৫ লাখ ৭৩ হাজার টাকার, গ্রামীণফোনের ১৫ লাখ ৫৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৫ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৪ লাখ ৬২ হাজার টাকার, বিডি লেম্পের ১২ লাখ ৭০ হাজার টাকার, পেনিনসুলার ১২ লাখ ৫৮ হাজার টাকার, রূপালী লাইফের ১০ লাখ ২০ হাজার টাকার, এমআই সিমেন্টের ১০ লাখ ২ হাজার টাকার, সামিট পাওয়ারের ৯ লাখ ৪৪ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৮ লাখ ৭৫ হাজার টাকার, ইস্টল্যান্ডের ৭ লাখ ৫ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৬ লাখ ৭৩ হাজার টাকার, ফার্মাএইডের ৬ লাখ ৪৫ হাজার টাকার, ডমিনেজের ৬ লাখ ২১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, ইন্ট্রাকোর ৫ লাখ ৩২ হাজার টাকার, নূরানীর ৫ লাখ ২৫ হাজার টাকার, আইডিএলসির ৫ লাখ ১২ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৫ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস