সোনারগাঁওয়ে দেড়শ কোটি টাকার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-২৭ ১১:৩০:৩৪


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ, নতুন অডিটরিয়াম ভবন, ডাকবাংলো ভবন ও ক্যাফেটেরিয়ার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা, প্রকল্প পরিচালক অসীম কুমার দে, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারি, সোনারগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম, সিনিয়র গাইড লেকচারার একেএম মুজাম্মিল হক, ডিসপ্লে অফিসার একেএম আজাদ সরকার ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, সরকার কারুশিল্পীদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সোনারগাঁওয়ে কারুশিল্পীদের পণ্য বিপণনের জন্য ৪৮টি স্টল নির্মাণ করা হয়েছে, যা ইতোমধ্যে কারুশিল্পীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। জাদুঘর ভবন সম্প্রসারিত হলে সোনারগাঁওয়ে আরও অনেক দেশি-বিদেশি দর্শনার্থীর সমাগম ঘটবে। আরও অধিকসংখ্যক কারুশিল্পের নিদর্শন দেখার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম জানান, প্রকল্পে ভৌত নির্মাণকাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি ২৬ লাখ ৮ হাজার টাকা।

প্রকল্পটিতে ছোট-বড় মিলিয়ে ৩১টি ভৌত অঙ্গে বিভক্ত। এ প্রকল্পে ছয়তলার ভিত্তিসহ পাঁচতলা জাদুঘর ভবন, ছয়তলার ভিত্তিসহ চারতলা অডিটরিয়াম ভবন, মাল্টিমিডিয়া হল, দুই তলা ক্যাফেটেরিয়া ভবন ও তিনতলা বাংলো ভবন, রেস্ট হাউস, লেক খনন ও লেকেরপাড় সুরক্ষার কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রকল্পের সয়েল টেস্ট, পাঁচটি টেস্ট পাইল বোরিং, ৭০০ সার্ভিস পাইল নির্মাণ, সাইট অফিস তৈরি, সার্ভিস রাস্তা তৈরি করা হয়েছে।

প্রকল্পের ভৌত অগ্রগতি ৫ শতাংশ। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ। আগামী ৩১ ডিসেম্বর ২০২২ সালের মধ্যে আলোচিত এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।

সানবিডি/ এন/আই