শ্রীলংকার চা রফতানি মূল্য বেড়েছে ৬৮ দশ‍মিক ৯৬ রুপি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৭ ১৪:১৪:৩২


বর্তমানে বিশ্বের শীর্ষ চা রফতানিকারক দেশ শ্রীলংকা।চলতি বছরের প্রথম আট মাসে এ পানীয় পণ্য রফতানি লক্ষণীয় মাত্রায় বাড়িয়েছে দেশটি। দেশটির চা রফতানি গন্তব্যের শীর্ষে উঠে এসেছে ইরাক। খবর ডেইলি নিউজ।

এ ব্যাপারে খাতসংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত শ্রীলংকা ১৮ কোটি ৭৫ লাখ ৭০ হাজার কেজি চা রফতানি করে। গত বছরের একই সময়ে রফতানি করা হয় ১৭ কোটি ৪১ লাখ ৪০ হাজার কেজি। সে হিসাবে রফতানি ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার কেজি বেড়েছে। আলাদাভাবে খোলা এবং মোড়কজাত চা ও টি ব্যাগ রফতানিও বেড়েছে। এদিকে মোট রফতানি মূল্য ৬৮ দশমিক ৯৬ রুপি বেড়ে ৯২৭ দশমিক ২১ রুপিতে পৌঁছেছে।

শুধু আগস্টে শ্রীলংকা ২ কোটি ৫৪ লাখ ৮০ হাজার কেজি চা রফতানি করে। গত বছরের একই মাসে রফতানি করা হয় ২ কোটি ২০ লাখ ১০ হাজার কেজি। সে হিসাবে রফতানি ৩৪ লাখ ৭০ হাজার কেজি বেড়েছে।

সানবিডি/এনজে