বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেললাইন নির্মাণে চুক্তি সই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৭ ১৯:৫৬:১৫


বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ রেলওয়ে এবং ভারতীয় কনসালটেন্সি সার্ভিস রাইটস ও আরভি অ্যাসোসিয়েটস আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওয়তায় সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরি, টেন্ডার প্রক্রিয়া এবং নির্মাণ কার্যক্রম তদারকি করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিঞা এবং কনসালটেন্সি সার্ভিসের পক্ষে ভারতের রাইটসের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় আগারওয়াল এই চুক্তিতে সই করে। এ সময় রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের উপস্থিত ছিলেন।

এই  চুক্তি অনুষ্ঠানে নুরুল ইসলাম সুজন বলেন, এ রেল লাইনটি তৈরি উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দাবি। নতুন এ রেল লাইনের মাধ্যমে সমগ্র উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সহজ যোগাযোগ স্থাপিত হবে, সময় কমে যাবে।

সানবিডি/এনজে