সূচকের সাথে বেড়েছে লেনদেনও
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৮ ১৫:১০:৪২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, দর কমেছে ১৭২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।
ডিএসইতে দুই হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৫৪ কোটি ৮৬ লাখ টাকার বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩৩৭ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩১টির ও ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩ লাখ লাখ টাকার।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস