লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৮ ১৫:২৭:০৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমেটড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১৭ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লাফার্জ হোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ১১১ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকার।

১০৯ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, একটিভ ফাইন, বিবিএস কেবলস ও ম্যাকসন স্পিনিং লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস