বিসিক ওয়ান-স্টপে মিলবে পরিবেশ অধিদফতরের ২৪ সেবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৮ ১৭:৪১:৫৭


এখন থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ওয়ান-স্টপ সার্ভিসে পাওয়া যাবে পরিবেশ অধিদফতরের ২৪টি সেবা। বিসিকের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিসিক সম্মেলন কক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় (এমওইউ) স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শিল্প উদ্যোক্তারা বিসিক শিল্পনগরীগুলোতে শিল্প স্থাপনের জন্য পরিবেশ অধিদফতরের প্রধান ছয়টি সেবা এবং তৎসংলগ্ন ১৮টি সেবাসহ মোট ২৪টি সেবা বিসিক ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

সেগুলো হলো- ১. পরিবেশগত ছাড়পত্র ২. পরিবেশগত ছাড়পত্র নবায়ন ৩. পরিবেশ অবস্থানগত ছাড়পত্র ৪. ইআইএ অনুমোদন ৫. টিওআর অনুমোদন ৬. জিরো ডিসচার্জড অনুমোদন।

এছাড়াও ক্যাটাগরির ভিত্তিতে অন্যান্য সেবাসমূহ হলো- পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (লাল), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (কমলা-ক), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (কমলা-খ), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (সবুজ), পরিবেশগত ছাড়পত্র প্রদান (লাল), পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-ক), পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-খ), পরিবেশগত ছাড়পত্র প্রদান (সবুজ), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (লাল), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-ক), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-খ), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (সবুজ), ইআইএ অনুমোদন (লাল), ইআইএ অনুমোদন (কমলা-ক ও খ), টিওআর অনুমোদন (লাল), টিওআর অনুমোদন (কমলা-ক ও খ) এবং জিরো ডিসচার্জড অনুমোদন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান বলেন, দেশে পরিবেশবান্ধব শিল্পায়নে কাজ করে যাচ্ছে বিসিক। শিল্প উদ্যোক্তাদের সবগুলো সেবা একই ছাতার নিচ থেকে প্রাপ্তি নিশ্চিত করতে বিসিক চালু করেছে ওয়ানস্টপ সার্ভিস। আজকে পরিবেশ অধিদফতরের সংগে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দেশে পরিবেশবান্ধব শিল্পায়ন গতিশীল হবে।

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক বলেন, বিসিক ও পরিবেশ অধিদফতর সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দেশে পরিবেশবান্ধব শিল্পায়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যে উদ্দেশ্য নিয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো তার যথাযথ বাস্তবায়ন হবে বলে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মনে করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) ওয়ান স্টপ সার্ভিস আইনে অন্তর্ভূক্ত করে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিসিক ২০৪১ সালের মধ্যে পরিবেশবান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৩টি ফ্ল্যাগশীপ কর্মসূচির সমন্বয়ে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ১৩টি ফ্ল্যাগশীপ কর্মসূচির অন্যতম কর্মসূচি হলো ২০৪১ সালের মধ্যে দেশজুড়ে অর্থনৈতিকভাবে গুরত্বপূর্ণ এলাকায় ৪০ হাজার একর জমিতে ১০০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপনের মাধ্যমে এক কোটি উদ্যোক্তা সৃষ্টি এবং দুই কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ১৩টি ফ্ল্যাগশীপ কর্মসূচির মধ্যে দু’টি কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করেছে বিসিক। কর্মসূচি দু’টি হলো ‘‘বিসিক ওয়ানস্টপ সার্ভিস’’ এবং ‘‘বিসিক অনলাইন মার্কেট’’ নামক অনলাইন মার্কেটপ্ল্যাটফর্ম চালু করেছে বিসিক।

এএ