সাফ খেলতে মালদ্বীপের উদ্দেশ্যে জাতীয় ফুটবল দল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-২৮ ২০:২২:৫৭
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ মঙ্গলবার বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা ছাড়েন জামাল ভূঁইয়ারা।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল উৎসব সাফ মাঠে গড়াবে ১ অক্টেবর। এবারের আসরে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশ ছাড়াও রয়েছে- ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।
আসরে খেলা হবে রাউন্ড রনি লিগ পদ্ধতিতে। প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারি দুই দল ১৬ অক্টোবর ফাইনাল খেলবে।
উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪, ৭ ও ১৩ অক্টোবর ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে খেলবেন জামাল-তপুরা।
সানবিডি/এনজে