ভারতে ঘুরতে গিয়েছিলেন ৩ বন্ধু, ফিরলেন ছয় মাস পর

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-২৯ ১২:১৬:২০


যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ছয়মাস পর ফিরেছেন ভারতে ঘুরতে যাওয়া তিন বন্ধু। তারা অবৈধ পথে আল আমিন নামে একটি যুবকের সঙ্গে ভারতে ঘুরতে গিয়েছিলেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পরে তাদেরকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

ফেরত আসা তিন তরুণ হলেন- যশোরের অভয়নগর থানার গোয়াখোলা গ্রামের সালাম সরদারের ছেলে আসাদ সরদার (১৮), মৃত বাবু ফকিরের ছেলে সবুজ ফকির (১৮) ও সোনা মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (২০)।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, ছয়মাস আগে অভয়নগর থানার গোয়াখোলা গ্রামের প্রতিবেশী আল আমিন নামের এক যুবকের সঙ্গে তারা তিন বন্ধু ভারতের দিল্লীতে ঘুরতে যান। সেখানে একটি রেলস্টেশন এলাকায় আল আমিন তাদের ফেলে পালিয়ে যান। এ সময় রেল পুলিশের হাতে তারা আটক হন। পরে আদালতের মাধ্যমে ‘হোলি চাইল্ড’ নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। তিন তরুণ বাংলাদেশি কিনা যাচাই-বাছাই শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার তারা দেশে ফিরে আসে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মুজিবর রহমান বলেন, দালালের মাধ্যমে তারা ভারতে যান। সেখানে রেলস্টেশনে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে এবং আদালতে পাঠায়। একটি এনজিওর হেফাজতে থাকার ছয়মাস পর দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

সানবিডি/ এন/আই