সিরাজগঞ্জ ছাত্রদলের সভাপতি অস্ত্রসহ আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-২৯ ১৩:০১:২৪
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে অস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদরের মুলিবাড়ি মেরিন একাডেমির পাশ থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি রিভলবারসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।
ওসি খোকন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরের সয়দাবাদ মেরিন একাডেমি এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ সবুজকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতিকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এটা মিথ্যা ও বানোয়াট মামলা বলেও দাবি করছেন তারা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তার কাছ থেকে অস্ত্র পাওয়ার প্রশ্নই আসে না। তাকে ফাঁসানো হচ্ছে দাবি করে তিনি প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি জানান।
সানবিডি/ এন/আই