১ লাখ ২০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৯ ১৭:৫০:২৪
অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আরও ১ লাখ ২০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সৌদি, কাতার ও দেশীয় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে কেনা হবে এসব সার।
বুধবার (২৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি পাস হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে একই পদ্ধতিতে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল ভার্চুয়ালি সাংবাদিকদের জানান, কাতারের মুনতাজাত থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে। এর জন্য সরকারের ব্যয় হবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে। এজন্য ব্যয় হবে ১১৯ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা।
এ ছাড়াও সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআসি) থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কিনবে সরকার। এজন্য ব্যয় হবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকা। একই প্রক্রিয়ায় বিসিআইসি ১১৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৫৩০ টাকা ব্যায়ে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি), সৌদি আরব থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানি করবে।
এএ