ভোলায় নৌকাডুবির ৭ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৯-২৯ ১৮:৩৬:০৬
ভোলার বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার নৌকাডুবির ৭ ঘণ্টা পর ২২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢালচর ইউনিয়নের শিবচর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, সোমবার সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মহিউদ্দিন মাঝির মাছ ধরার নৌকায় করে ২২ জেলে সমুদ্রে ইলিশ ধরতে যান। বিকেলে সমুদ্র উত্তাল হওয়ায় নৌকাটি নিরাপদ ফেরার সময় ডুবে যায়। এরপর পাশের কয়েকটি নৌকায় থাকা জেলেরা তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বলেন, সাগরে থাকা অন্য জেলেরা তাদের উদ্ধার করে তীরের দিকে রওনা দিয়েছেন।
এএ