বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-মেক্সিকোর ব্যবসায়ীদের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৯ ২০:৩১:৫২


বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য বাড়াতে কাজ করার জন্য সম্মত হয়েছে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন। আগামী নভেম্বরে মেক্সিকোর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এ লক্ষ্যে ঢাকা সফর করবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মেক্সিকো সিটিতে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই ও মেক্সিকোর শীর্ষ বাণিজ্যিক সংগঠন কোমসের মধ্যে দুই দেশের যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ব্যবসায়ীরা যৌথ চেম্বার গঠনের প্রস্তাব দিলে তাতে রাজি হন মেক্সিকান ব্যবসায়ীরা। এর প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ-মেক্সিকো বিজনেস কমিউনিটি গঠন করা হবে। এছাড়া বাংলাদেশে ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখতে নভেম্বরে একটি প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো।

একইদিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে মেক্সিকোর আন্তর্জাতিক বাণিজ্যের ডেপুটি মিনিস্টার মারিয়া ডে লা মোরা’র বৈঠকে বাণিজ্য টার্গেট ঠিক করার বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রস্তাব করেন— বর্তমানে দুই দেশের বাণিজ্য টার্গেট একশ’ কোটি ডলার নির্ধারণ করা হলে সেটি ব্যবসায়ীদের উৎসাহ প্রদানে সহায়ক হবে।

মেক্সিকোর ডেপুটি মিনিস্টার যেকোনও ধরনের ব্যবসায়িক সেমিনার বা মেলা অনুষ্ঠানের জন্য স্থান অফার করেন। আরও বেশি যোগাযোগ বাড়াতে দুই মন্ত্রী একমত হন।

এছাড়া মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এএ