চীনের কয়লা আমদানি বৃদ্ধিতে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-৩০ ১৬:৪৫:১০
বর্তমানে বিশ্বে কয়লার ভোক্তা দেশগুলোর শীর্ষে চীন। চাহিদার প্রায় ৯০ শতাংশ অভ্যন্তরীণ উত্তোলন দিয়ে পূরণ করত দেশটি। কিন্তু দেশটির নীতিগত সিদ্ধান্তের কারণে গত কয়েক বছর জ্বালানি পণ্যটির উত্তোলন বেশ সীমিত হয়ে এসেছে। এ খাতে নতুন বিনিয়োগ কমেছে। অন্যদিকে কভিড-পরবর্তী অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরেছে। ফলে বিদ্যুতের চাহিদা বাড়ছে হু হু করে। এ অবস্থায় বিদ্যুৎ খাতে চাহিদা মোকাবেলায় কয়লা আমদানিতে জোর দিচ্ছে চীন। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে যেকোনো মূল্যেই আন্তর্জাতিক বাজার থেকে কয়লা আমদানি করতে চায় বেইজিং। এতে কয়লার বৈশ্বিক বাণিজ্যে তৈরি হয়েছে অস্থিরতা। প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য ভোক্তা দেশগুলোর জন্য ক্রমে হুমকি হয়ে উঠছে চীনের নজিরবিহীন এ আমদানিপ্রবণতা।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শিল্প উৎপাদন কার্যক্রম বেগবান হচ্ছে। বাড়ছে বিদ্যুতের ব্যবহারও। এতে চাঙ্গা হয়ে উঠছে জ্বালানি পণ্যের দাম। পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে এলএনজির দাম এখন সর্বোচ্চে। ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে জ্বালানি তেলের বাজারও। এ অবস্থায় চাহিদা মোকাবেলায় কয়লার ব্যবহারের দিকে ঝুঁকছে বেশির ভাগ দেশ। অন্যদিকে জ্বালানিটির প্রধান উৎপাদক দেশগুলো থেকে চলছে সরবরাহ সংকট। এরই মধ্যে আগ্রাসীভাবে আমদানি বাড়াচ্ছে চীন। সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দামে কয়লা কিনতে প্রস্তুত রয়েছে দেশটি। এতে জ্বালানি পণ্যটির বাজারে তৈরি হয়েছে অসম প্রতিযোগিতা। বাড়ছে অনিশ্চয়তা।