আজারি সীমান্তে ৪ নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০২ ১১:০১:৫৬


আজারবাইজানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির সীমান্ত এলাকায় চারটি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেহরান।

আজারবাইজানের আপত্তি সত্ত্বেও শুক্রবার সকাল থেকে ইরান ট্যাংক, হেলিকপ্টার ও কামান নিয়ে এ মহড়া শুরু করে। খবর তেহরান টাইমসের।

ইরানের সেনাবাহিনীর কমান্ডার কিওমারস হায়দারি জানিয়েছেন, সামরিক মহড়ায় তারা শুক্রবার চারটি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন।

এ মহড়া কতদিন চলবে তা এখনও জানায়নি ইরান। ইরানের ওই কমান্ডার আরও বলেছেন, আমাদের সীমান্তে বিদেশিদের উপস্থিতি সহ্য করা হবে না।

ইরানের সেনাবাহিনী বলছে, এ অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে।

তেহরান জানিয়েছে, তার চিরশত্রু ইসরাইলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা। তেলআবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের।

সানবিডি/এনজে