মার্কিন পুঁজিবাজারের বিলবোর্ডে ডিএসইর ‘এসএমই বোর্ড’
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০২ ২২:১৮:৩৯
মার্কিনপুঁজিবাজার নাসডাক এর বিলবোর্ডে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর এসএমই প্লাটফর্মের ট্রেডিং উদযাপন করা হয়েছে।
নাসডাক আমেরিকার নিউইয়র্ক এর টাইমস স্কয়ারের বিলবোর্ডে ডিএসইর এসএমই ট্রেডিং মার্কেট উদ্বোধনীর খবর তুলে ধরেছে।
সম্প্রতি ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মের লেনদেন চালু করা হয়েছে। যদিও ২০১৯ সালের ৩০ এপ্রিল ডিএসইর এসএমই প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছিলো। এর প্রায় আড়াই বছর পরে প্লাটফর্মটির লেনদেন শুরু হয়েছে। যা স্টক এক্সচেঞ্জটির জন্য একটি নতুন মাত্রা যুক্ত করেছে। আর ঢাকার পুঁজিবাজারের এই ঐতিহ্যের প্রচারে এবার মার্কিন পুঁজিবাজার নাসডাক অংশ নিলো।
ডিএসইর সদ্য চালু হওয়া এসএমই প্লাটফর্মের ৬টি কোম্পানির মধ্যে নতুন দুটো ও ওটিসি থেকে ফেরত চারটি কোম্পানি রয়েছে। নতুন কোম্পানি দুটো হলো- প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন শেষে বিওতে শেয়ার প্রেরণ করা মাস্টার ফিড লিমিটেড ও অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আর ওটিসি থেকে ফেরত চারটি কোম্পানি হলো- অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস