রায়পুরা বাজারে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-০৩ ১৬:৩৫:৫৩


নরসিংদীর রায়পুরায় কাঁচাবাজার ও আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিরামপুর এলাকায় রায়পুরা বড় বাজারে এই ঘটনা ঘটে। আগুনে কাঁচামালের দোকান, গুদাম ও মুদি দোকানসহ মোট ৩০টি দোকান পুড়ে যায়।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরা বড় বাজারে একটি কাঁচামালের দোকানের পাশে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন। এরপর আগুন পাশের একটি লেপের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।

সেখান থেকে পর্যায়ক্রমে আরও মুদি দোকান ও ছোট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সৈকত নামে স্থানীয় একজন বলেন, আমি বাজারেই আছি এখনো। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রায়পুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আজিজুল ইসলাম বলেন, আমরা দুপুর পৌনে ১টা থেকে কাজ শুরু করি। বিস্তারিত তথ্য পেতে সময় লাগবে। আমাদের একটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

সানবিডি/ এন/আই