ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-০৩ ১৭:৫৭:১১
জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, সুন্দর আলী (৬৫), তার নাতি রফিক মিয়া (১৪) এবং স্থানীয় মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৪৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে কৃষিকাজ করছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। এমন সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান সুন্দর আলী। এ সময় গুরুতর আহত হন রফিক মিয়া ও মোশাররফ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথিমধ্যে মোশাররফও মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিমা নাসরিন বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএ