সৈয়দপুরের শিল্প-কারখানায় পুরোদমে উৎপাদন শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ১৯:০৩:০২
মহামারি সংকটের পর চীন থেকে কাঁচামাল আমদানি শুরু হওয়ায় নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত শিল্প-কলকারখানাগুলো পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। করোনার শুরুতে কাঁচামাল সংকটে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। অনেকে শ্রমিক ছাঁটাই করেন। সংকট কেটে যাওয়ায় আবারো উৎপাদনে ফিরেছে এসব প্রতিষ্ঠান।
জানা গেছে, নীলফামারীর সৈয়দপুরের ননস্টিক তৈজস ও প্রেসার কুকার তৈরির কারখানা রয়েল্যাক্স মেটাল ইন্ড্রাষ্ট্রিজ। এখানে তৈরি হয় গ্যাসের চুলা, ব্লেন্ডার, প্রেসার কুকার, ননস্টিক তৈজসপত্রসহ বিভিন্ন ধরণের ইলেকট্রিক সামগ্রী। যার ৭০ শতাংশ কাঁচামাল আসে চীন থেকে।
সৈয়দপুর ইকু জুট মিল ও পেপার মিলের মালিক এবং নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির নির্বাহী সদস্য আলহাজ সিদ্দিকুল আলম জানান, চায়না থেকে কাঁচামাল আসতে শুরু করায় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা পুরোদমে উৎপাদন শুরু করেছে। ইতিমধ্যে ছাঁটাইকৃত শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
তিনি আরও বলেন, আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি পণ্য যেমন স্যানিটারি, ছাপাখানা, বাই সাইকেলের যন্ত্রাংশের মূল্য কমতে শুরু করেছে। কাঁচামালের অভাবে গত বছরের ফেব্রুয়ারি থেকে প্রায় এক বছর বন্ধ ছিল এসব শিল্প- কলকারখানা।
সানবিডি/এনজে