আরও ১৬৭ মেট্রিক টন ইলিশ গেলো ভারতে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৩ ২০:৫৮:২০
আজ মধ্যরাত থেকে আগামী ২২ দিনের জন্য ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ চালানে ১৬৭ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপুজা উপলক্ষে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিলো বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে আট দিনে মোট এক হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ ভারতে গেলো ।
আজ রবিবার (৩ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত ১৬৭ মেট্রিক টন ইলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের জন্য গেট পাস নিয়েছে ২০টি রফতানিকারক প্রতিষ্ঠান। গত ২২ সেপ্টেম্বর ১০৩, ২৩ সেপ্টেম্বর ২০৯, ২৫ সেপ্টেম্বর ১৮৬, ২৭ সেপ্টেম্বর ২৭৮, ২৮ সেপ্টেম্বর ৮০, ২৯ সেপ্টেম্বর ৯৬, ৩০ সেপ্টেম্বর ১৮ ও শেষ চালানে আজ ১৬৭ মেট্রিক টন ইলিশ ভারতে গেছে।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে আটটি চালানে মোট এক হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ ভারতে গেলো। দ্রুত রফতানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে