বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত
|| প্রকাশ: ২০১৬-০১-২৮ ১৮:৪৪:৫৯ || আপডেট: ২০১৬-০১-২৮ ১৮:৪৪:৫৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে অপর বন্ধু রায়হান প্রধান (২৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ ত্রিপুরদি এলাকায় চৈতি গার্মেন্টের সামনে এ ঘটনার ঘটে। নিহত রায়হান উপজেলার কামারগাঁও গ্রামের আব্দুস সোবহান প্রধানের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনি জানান, দুপুর দেড়টার দিকে ক্লাবে বসেছিলেন তিন বন্ধু রায়হান, মোহন ও আলাল। এ সময় মোহন ও আলালের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বিরোধ মেটাতে রায়হান দুই বন্ধুর মাঝখানে অবস্থান নিলে ছুরিকাঘাতে তিনি জখম হন। পরে রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় তিনি মারা যান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুপুরে চৈতি গার্মেন্টের সামনে ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন রায়হান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সানবিডি/ঢাকা/আহো
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
-
ফুসছে নদীর পানি, নির্ঘুম ঝালকাঠির অর্ধশত গ্রামের মানুষ
-
পিরোজপুরে ট্রলারবোঝাই চোরাই সিমেন্টসহ আটক ২
-
অস্ত্র পরিস্কারের সময় গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
-
গ্যাস কারচুপি করে গুনতে হলো এক লক্ষ টাকা জরিমানা
-
টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ হারালো কিশোর