ভারতের কয়লা খাতে তীব্র সংকট,শঙ্কায় অর্থনীতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৪ ১৪:৩৯:৫৭


বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে বর্তমানে বিদ্যুতের চাহিদা অন্য যেকোন সময়ের তুলনায় বেশি। বিদ্যুৎ উৎপাদনে দেশটি কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু সম্প্রতি ভারতে কয়লার সংকট প্রকট আকার ধারণ করেছে। জ্বালানি পণ্যটির মজুদ তলানিতে ঠেকেছে। ভয়াবহ ধস নেমেছে আমদানিতে। ফলে সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। সহসাই সংকট না কাটলে বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশটির অর্থনীতি। এদিকে এমন সংকট প্রভাব ফেলছে বিশ্ববাজারেও।

এ ব্যাপারে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) জানায়, গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ১৩৫টি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের ১৬টিতেই কয়লার মজুদ ছিল শূন্যের কোটায়। অর্ধেকেরও বেশি বিদ্যুৎকেন্দ্রে কয়লার যে পরিমাণ মজুদ ছিল তা দিয়ে সর্বোচ্চ তিনদিন উৎপাদন সম্ভব। এছাড়া ৮০ শতাংশ কেন্দ্রে মাত্র এক সপ্তাহের মজুদ ছিল।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ভারতে উৎপাদিত বিদ্যুতের ৭০ শতাংশই আসে কয়লা থেকে। এছাড়া ভারতের মোট কয়লা ব্যবহারের ৭৫ শতাংশই যায় ইউটিলিটিতে (বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান)। কিন্তু কয়লার ভয়াবহ সংকট এসব খাতকে পঙ্গু করে তুলছে।

করোনা মহামারী দ্বিতীয় আঘাত হানার পর ভারতের শিল্প খাতে বিদ্যুতের চাহিদা নতুন উচ্চতায় পৌঁছে। এ কারণে কয়লার চাহিদা হু হু করে বাড়তে থাকে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বাড়েনি সরবরাহ। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারে কয়লার দাম কম। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দাম পাল্লা দিয়ে বাড়ছে। দামের এমন তারতম্যের কারণে ক্রেতারা কয়লা আমদানিতে আগ্রহ হারিয়েছেন।

পণ্যবাজার পরামর্শক প্রতিষ্ঠান কেপলারের দেয়া তথ্যমতে, আগস্ট থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ভারতের সাপ্তাহিক কয়লা আমদানি ৩০ শতাংশেরও বেশি কমেছে। সর্বশেষ সপ্তাহে দেশটি সব মিলিয়ে ১৫ লাখ টন কয়লা আমদানি করে, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন আমদানি।   সূত্র: রয়টার্স

সানবিডি/এনজে