শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৪ ১৫:০০:৩৮


দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজির নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট ছেড়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়  ফেরি ‘কুঞ্জলতা’ । ২০ টি ছোট বড় যান ও ১৫ টি মোটর সাইকেল নিয়ে ফেরিটি ছেড়ে যায় বলে জানা গেছে।

ছেড়ে যাওয়ার ২২ মিনিট পর পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের নিচ দিয়ে অতিক্রম করে ফেরিটি ১২ টা ৫ মিনিটে বাংলাবাজার ঘাটে পৌঁছায়। সেখানে ৩০ মিনিট যানবাহন ওঠানো-নামানোর পর দুপুর ১২টা ৩৫ মিনিটে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষামূলকভাবে আজ প্রথম ফেরি চালু করা হলো। সফল হলে সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্ষা মৌসুমে পদ্মা নদীতে তীব্র স্রোতের ‍কারণে গত ১৮ আগস্ট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তীতে পদ্মা সেতু এড়িয়ে চলতে গত ২৬ আগস্ট মাঝিরকান্দি ঘাট প্রস্তুত করা হয়। কিন্তু নাব্য সংকটের কারণে সেটিও চালু করা সম্ভব হয়নি।

সানবিডি/এনজে