নারী ও শিশু নির্যাতন রোধে কুইক রেসপন্স টিমের হটলাইন চালু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৪ ১৭:৩৭:১৭
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন। এরই পরিপ্রেক্ষিতে ‘নারী ও শিশু নির্যাতনকে না বলুন’ প্রত্যয় নিয়ে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি হটলাইন নম্বর (০১৩২০০৪২০৫৫) চালু করেছে ডিএমপির কুইক রেসপন্স টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, যে কোনো ধরনের নির্যাতনের তথ্য জানানো যাবে কুইক রেসপন্স টিমের এ হটলাইন নম্বরে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় নির্যাতনের শিকার যে কোনো বয়সের নারী ও শিশুকে উদ্ধারপূর্বক আইনি সহায়তা প্রদান করতে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছে কুইক রেসপন্স টিম। বাংলাদেশের যেকোনো স্থান থেকে নির্যাতনের শিকার নারী ও শিশু এই হটলাইন নম্বরে কল করে সব ধরনের আইনি পরামর্শ গ্রহণ করতে পারবেন।
এএ