আইএসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি তালেবানের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৪ ১৮:২৫:৩৯


আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার জেরে ইসলামিক স্টেটের (আইএস) একটি সেল ধ্বংস করেছে তালেবান সরকার।

রোববার রাতে কাবুলের উত্তর অংশে জঙ্গিদের ওই সেলটি ধ্বংস করা হয় বলে সোমবার এক টুইটে জানিয়েছেন তালেবান মুখপাত্র। খবর রয়টার্সের।

এ ব্যাপারে তালেবান জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রোববার কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকায় আইএসের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে তালেবানের একটি বিশেষ ইউনিট। অভিযানে জঙ্গিদের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সানবিডি/এনজে