মিসরে ৬৬ শতাংশ কমেছে স্বর্ণ ও মূল্যবান পাথর রফতানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৫ ১৫:০৭:২৭
মিসরের স্বর্ণ রফতানিতে ধস নেমেছে। স্বর্ণের পাশাপাশি অলংকার ও মূল্যবান পাথর রফতানিও লক্ষণীয় মাত্রায় কমেছে। তবে স্বর্ণের রফতানি গন্তব্যে যুক্ত হয়েছে নতুন কিছু দেশ। এক্সপোর্ট কাউন্সিল ফর বিল্ডিং মেটারিয়ালস, রিফ্রাক্টরি অ্যান্ড মেটালারজি ইন্ডাস্ট্রি (ইসিবিএম) এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে মিসরের স্বর্ণ, অলংকার এবং মূল্যবান পাথর রফতানি ৬৬ শতাংশ কমেছে। এ সময় সবমিলিয়ে ৭৫ কোটি ডলার মূল্যের এসব পণ্য রফতানি করা হয়। অথচ গত বছরের একই সময়ে রফতানি হয়েছিল ২২১ কোটি ২০ লাখ ডলারের স্বর্ণ, অলংকার ও মূল্যবান পাথর।
মাসভিত্তিক পরিসংখ্যান প্রতিবেদনে ইসিবিএম জানায়, গত বছরের জুনে মিসরের স্বর্ণ, অলংকার ও অন্যান্য মূল্যবান পাথর রফতানি করা হয় ১৭ কোটি ডলারের। কিন্তু চলতি বছরের একই মাসে রফতানি দাঁড়িয়েছে মাত্র ৫ কোটি ৮০ লাখ ডলারে। বছরের প্রথম আট মাসে মিসর বিশ্বের ৩২টি দেশে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান পাথর সরবরাহ করে। গত বছরের একই সময়ের তুলনায় নতুন ১০টি দেশ রফতানি গন্তব্য হিসেবে যুক্ত হয়েছে।
সানবিডি/এনজে