মেঘনায় সকল ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৫ ১৮:৩০:১৪
চলতি প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রামগতির মেঘনা নদীতে সোমবার থেকে সকল ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। ২২দিন ব্যাপী এ মৎস্য আহরণ নিষিদ্ধ আদেশ চলবে ২৫শে অক্টোবর পর্যন্ত। একই সময় মাছ ক্রয়-বিক্রয়, মজুত ও পরিরহনেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এর ১৩ ধারা অনুযায়ী মৎস্য অধিদপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছে। ইতিমধ্যে উপজেলার নদী তীরবর্তী এলাকায় নিষেধাজ্ঞার কথা জানিয়ে প্রচার-প্রচারণা শুরু করা হয়।
এ বিষয়ে রামগতি উপজেলা মৎস্য দপ্তর সূ্ত্রে জানা যায়, জাটকা রক্ষায় ও ইলিশ সম্পদ বৃদ্ধিতে জেলার চাঁদপুরের ষাটনল হতে রামগতি উপজেলার আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার নৌসীমাকে ইলিশের অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়।
সানবিডি/এনজে