বৈশ্বিক বাজারে ১০ বছরের সর্বোচ্চে তুলার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৬ ১৭:১৯:৩৯


বৈশ্বিক বাজারে গত ‍এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তুলার দাম।এ পরিস্থিতিতে আগামী দিনগুলোয় তুলাজাত সুতার দাম বাড়ার আশঙ্কা রয়েছে। গুরুত্বের সঙ্গে এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে আগামী ক্রয়াদেশগুলোর দরকষাকষির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

এ বিষয়ে বিটিএমএ বলছে, সুতার স্থানীয় মূল্য যেন তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলোর ক্রয়সক্ষমতার মধ্যে থাকতে পারে, সে লক্ষ্যে গত ২১ আগস্ট বিকেএমইএ ও বিজিএমইএর সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সুতার মূল্যের একটি ভিত্তি নির্ধারণ করা হয়। এ অনুযায়ী সুতার দামের মৌলিক মূল্যসীমা দেওয়া হয়। বলা হয়েছিল, ৩০ কাউন্টের কার্ড সুতার দাম হবে কেজিপ্রতি সর্বোচ্চ ৪ ডলার ২০ সেন্ট। আর ৩০ কাউন্টের কম্বড সুতার দাম হবে কেজিপ্রতি ৪ ডলার ৫০ সেন্ট। ওই সময় তুলার বাজারের ইনডেক্স ছিল ৯৩ থেকে ৯৪।

এই সমঝোতায় বলা হয়েছিল, ইনডেক্স সর্বনিম্ন ৮৫ এবং সর্বোচ্চ ১০০ থাকলে সুতার বর্তমান মূল্য বহাল থাকবে। যদি ইনডেক্স ৮৫-এর নিচে যায়, তাহলে সুতার দাম কমার বিষয় বিবেচনা করা হবে। আর যদি ১০০-এর ওপরে যায়, তাহলে সুতার মূল্য বাড়বে।

সানবিডি/এনজে