ইইউতে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহবান প্রেসিডেন্টের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৬ ১৮:২২:৩০


বাংলাদেশেকে দেয়া বাণিজ্য বিষয়ক অগ্রাধিকার সুবিধাসমূহ অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। ঢাকায় নবনিযুক্ত ইইউ সমন্বয়ক রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলি মঙ্গলবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে বলেন, গোটা ইউরোপীয় ইউনিয়ন সমন্বিতভাবে বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ গন্তব্য। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগের অন্যতম প্রধান উৎস ইউরোপ।

এ সময় তিনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শ্রেণিতে উত্তরণের পরও অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য সুবিধা প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান। প্রেসিডেন্টের উপ-প্রেসসচিব মুন্সি জালালউদ্দিন গণমাধ্যমকে বলেন, বিগত দিনে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, তারা বাংলাদেশের উন্নয়নের অন্যতম আস্থাশীল অংশীদারে পরিণত হয়েছে।

প্রেসিডেন্ট আশা করেন, বাংলাদেশের সঙ্গে তাদের এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান।

সানবিডি/এনজে