রাজধানীতে প্রতি কেজি পিয়াজের দাম ৭০ টাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৬ ১৮:৩৬:০৩


রাজধানীসহ সারাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পিয়াজের দাম।মাত্র পাঁচদিনের ব্যবধানে পিয়াজের দাম বেড়েছে অন্তত ২০-২৫ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা। সাধারণ খুচরা ব্যবসায়ীরা দুষছেন আড়তদারদের। আর আড়তদাররা জানিয়েছেন, ভারত থেকে পিয়াজের আমদানি কমায় দাম বাড়ছে। পিয়াজ কিনতে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ ক্রেতারা।

আজ বুধবার রাজধানীল বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পিয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। তবে আগের কেনা পিয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি।

অথচ গত শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর বাজারে পিয়াজের কেজি ছিল ৪৫-৫০ টাকা কেজি। অর্থাৎ কেজি প্রতি পিয়াজের দাম বেড়েছে ২০-২৫ টাকা। আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন খুচরা ব্যবসায়ীরা।

সানবিডি/এনজে