ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিশেষ ট্রেনে প্রচারণা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-০৭ ১০:৪০:০৫
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষ ট্রেনে লালমনিরহাট থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা করেছেন রেলওয়ে কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।
বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া রেলস্টেশনে পথসভা করেন রেলওয়ে কর্মকর্তারা।
জানা যায়, বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদের নেতৃত্বে এক কোচ বিশিষ্ট বিশেষ ট্রেনটি বুধবার সকাল ৯টায় লালমনিরহাট থেকে যাত্রা শুরু করে। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন থামিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা ছাড়াও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদেরকে প্রতিরোধ করতে জনগণকে এগিয়ে আসার আহবান জানানো হয়। দীর্ঘ ১২৩ কিলোমিটার রেলপথ অতিক্রম করে বিশেষ ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় বগুড়া রেল স্টেশনে পৌঁছায়।
ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ জানান, ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে মৃত্যুদণ্ড থেকে সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
তিনি আরও জানান, গত ৯ মাসে রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের বিভিন্ন স্থানে ১৫টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এছাড়াও ২০১৮ সালে পাথর নিক্ষেপের ঘটনায় রেলওয়ের একজন ট্রাফিক পরিদর্শক নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, বগুড়ার গাবতলী, আদমদীঘি , বোনারপাড়া, গাইবান্ধা,বামনডাঙ্গা, তিস্তা, পীরগাছাসহ বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রবণতা রয়েছে। পাথর নিক্ষেপ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বিশেষ ট্রেনটি বগুড়ায় যাত্রা বিরতির পর আবারও লালমনিরহাটের উদ্দেশ্যে ফিরে গেছে। প্রতিনিধি টিমে ডিভিশনাল ট্রাফিক সুপারিন্টেনডেন্ট খালিদুন্নেচ্ছা, সহকারী ট্রাফিক সুপারিন্টেনডেন্ট আবু তাহের ছাড়াও রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এন/আই