সাগরে ডুবলো ধাতব পণ্যবাহী লাইটার জাহাজ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-০৭ ১৭:৫৫:০৮
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে বাংলাবাজার ঘাট এলাকায় যাওয়ার পথে এমভি টিটু-৭ নামে স্ক্র্যাপবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাজাটি ডুবে যায়।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব অমর ফারুক জানান, লাইটার জাহাজটি আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ (ধাতু) বহন করছিল। ঘাটে যাওয়ার সময় এটি ডুবে যায়। জাহাজে থাকা ১৩ নাবিকের কারো কোনও ক্ষতি হয়নি।
তিনি বলেন, জাহাজটি ডুবে যাওয়ায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনও সমস্যা হচ্ছে না। একটি বয়া দিয়ে ডুবে যাওয়ার স্থানটি চিহ্নিত করা হয়েছে। আবুল খায়ের গ্রুপকে বিষয়টি জানানো হয়েছে।
সানবিডি/এনজে