কেরানীগঞ্জে সাড়ে পাঁচ কোটি টাকার চোরাই কাপড় জব্দ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৮ ১১:৩৮:৪১
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ বিদেশি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়।
বুধবার (৬ অক্টোবর) উপজেলার কুচিয়ামোড়ার ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে এ কাপড় জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৪১ লাখ ২৩ হাজার টাকা।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত চোরাই কাপড় ও ট্রাকটি সিদ্দিক বাজার কাস্টমস গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আরিফ উদ্দিনের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
অবৈধপথে চোরাচালান বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এএ