বাহরাইনে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৮ ১১:৫৩:১৩
বাহরাইনে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশীরা বাহরাইনে যেতে পারবেন। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
ড. আব্দুল মোমেন জানান, প্রতিদিন শত শত বাংলাদেশী জানতে চান, কবে বাহারাইনে যাওয়া যাবে। তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাহরাইন সরকার বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। সে কারণে কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশী দেশে এসে আটকে পড়েছিলেন। এখন তাদের বাহরাইন প্রবেশের দুয়ার খুলল।
এএ