৪ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম,বাড়ছে না  উত্তোলন 

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১০ ১৫:৪৯:১৭


চলতি সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৪ শতাংশের মতো। বৈশ্বিক জ্বালানি সংকটের মুহূর্তে এ মূল্যবৃদ্ধির ফলে মার্কিন বাজারে জ্বালানি তেলের দাম সাত বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ফলে পণ্যটির উল্লেখযোগ্য ভোক্তারা তাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। খবর রয়টার্স।

মহামারি করোনার সংকট কাটিয়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারের ফলে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পরও ধীরে ধীরে জ্বালানি তেলের উত্তোলন আগের অবস্থায় নিয়ে আসা হবে বলে জানায় ওপেক প্লাস। ওপেক জানায় পূর্ববর্তী চুক্তি অনুযায়ী সংস্থাটির সদস্যরা নভেম্বরজুড়ে প্রতিদিন চার লাখ ব্যারেল পর্যন্ত তেল উত্তোলন চালিয়ে যাবে। চলতি সপ্তাহে সংস্থাটি এমন বিবৃতি দেয়। ওপেকের বৈঠক সামনে রেখে অনেকে মনে করেছিলেন সরবরাহ সংকটের এ সময়ে দৈনিক তেল উত্তোলনের পরিমাণ কিছুটা বাড়াতে পারে সংস্থাটি।

অন্যদিকে মার্কিন সরকার জানায়, তারা জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণ করছে। তবে তাত্ক্ষণিকভাবে পণ্যটির দাম কমিয়ে আনার ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র প্রশাসন। যেমন পেট্রোলিয়ামের কৌশলগত মজুদ বাজারে উন্মুক্ত করা, যা জ্বালানি তেলের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

মার্কিন জ্বালানি বিভাগ জানায়, যুক্তরাষ্ট্র এজেন্সি অংশীদারদের সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কাজ করে যাবে। একই সঙ্গে উপযুক্ত সময় ও প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। জ্বালানি বিভাগ  জানায়, তাত্ক্ষণিকভাবে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার পরিকল্পনা মার্কিন প্রশাসনের নেই।

সানবিডি/এনজে