বিজিএমইএ স্বাস্থ্য তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১০ ১৮:৫৩:৪৭


গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিজিএমইএ’র উদ্যোগে গঠিত তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিলো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

রোববার (১০ অক্টোবর) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র গুলশান কার্যালয়ে সংগঠনের সভাপতি ফারুক হাসানের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম এবং বিকাশের পে-রোল বিজনেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে বিজিএমইএ’র উদ্যোগে এই অনুদানের মাধ্যমে অংশগ্রহণ করলো বিকাশ।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ডিজিটাল স্যালারি ডিজবার্সমেন্ট সেবার মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের বেতন বিতরণে ভূমিকা রাখছে বিকাশ। সাম্প্রতিক করোনা মহামারীর মধ্যে স্বল্পতম সময়ে শ্রমিকদের অ্যাকাউন্ট খুলে দিয়ে সরকারি প্রণোদনায় বেতন-ভাতা বিতরণেও অগ্রনী ভূমিকা পালন করেছে বিকাশ। এর পাশাপাশি এমএফএস সেবার ব্যবহারে শ্রমিকদের প্রশিক্ষণ, শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ গ্রাহক সেবা নিশ্চিত করাসহ তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিকাশ।

বর্তমানে প্রায় সাড়ে সাত লাখ গার্মেন্টস শ্রমিক বিকাশের মাধ্যমে বেতন পাচ্ছেন। বিকাশে পাওয়া বেতনের টাকা সহজে বাড়িতে প্রিয়জনকে পাঠানো, মোবাইল রিচার্জ করা, পণ্য কিনে পেমেন্ট করা, বিদ্যুৎ বিল পরিশোধ করাসহ নানান কাজে ব্যবহার করছেন শ্রমিকরা। বিজ্ঞপ্তি

এএ