হিলিতে আমদানি বাড়লেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১১ ১৪:১১:৪১


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ‍ভারত থেকে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে।তবে চাহিদার তুলনায় সরবরাহ কমার অজুহাতে দাম বেড়েই চলছে। শনিবার বন্দর দিয়ে একদিনেই ৩৪টি ট্রাকে ৯২৪ টন পেঁয়াজ আমদানি হয়। রোববারও আমদানি অব্যাহত ছিল।

এ বিষয়ে বন্দর-সংশ্লিষ্টরা জানান, দু-দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা করে। দু-দিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪৬ টাকা  দরে বিক্রি হয়েছে। রোববার দাম বেড়ে ৪৭-৪৯ টাকায় দাঁড়ায়। দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। ইন্দোর জাতের পেঁয়াজের পাশাপাশি দক্ষিণ ভারতের বেলোরি জাতের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বেলোরি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৭ টাকায়। ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকা কেজি দরে।

সানবিডি/এনজে