দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী দক্ষিণ কোরিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১১ ১৯:৪৭:৪৫


প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়ার পর এতে সহযোগিতা করতে আগ্রহ ব্যক্ত করেছে দক্ষিণ কোরিয়া।

আজ সোমবার (১১ অক্টোবর) উল্লিখিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কারিগড়ি সহযোগিতা করতে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন।

অন্যদিকে, রাশিয়ার কাছে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

সানবিডি/এনজে