দুই লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিল মালদ্বীপ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১১ ২০:১৬:৩৬
বাংলাদেশ সরকারকে বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে দুই লাখ ডোজ এ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উপহার দিয়েছে মালদ্বীপ সরকার।
আজ সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাথ সামিরের হাত থেকে স্মারক উপহারটি বুঝে নেন।
এন আগে, মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন গত ছয় অক্টোবর জানিয়েছে, মালদ্বীপ সরকার বাংলাদেশকে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ ২ লাখ ১ হাজার ৬শ ডোজ কোভিড-১৯ এস্ট্রাজেনেকা ভ্যাকসিন হস্তান্তর করে। ওইদিন মালদ্বীপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষর করা হয়।
এ ব্যাপারে জানা গেছে, মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তরকরা ওই ভ্যাকসিন গত আট অক্টোবর কাতার এয়ারওয়েজের ফ্লাইট যোগে দোহা হয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সানবিডি/এনজে