চট্টগ্রামে জশনে জুলুস ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-১২ ১৬:৪২:২০


পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আগামী ২০ অক্টোবর চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টায় মুরাদপুরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে জশনে জুলুস বের হবে। এবারের জুলুসে নেতৃত্ব দেবেন রবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হজরত সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।

মঙ্গলবার (১২ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, নির্ধারিত দিন (২০ অক্টোবর) সকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা এলাকা থেকে জুলুস বের হবে। জুলুসটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাদরাসা মাঠে এসে শেষ হবে। এরপর মাঠে নামাজ, দোয়া ও মিলাদ হবে। করোনাভাইরাস সংক্রমণের কারণে পার্শ্ববর্তী জেলা থেকে এবার চট্টগ্রামে লোকজন আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। একই দিনে এসব জেলায় গাউসিয়া কমিটির উদ্যোগে জুলুস পালিত হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দীন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ।

১৯৭৪ সালে নগরের বলুয়ার দীঘি খানকাহ থেকে আল্লামা তৈয়্যব শাহ (রহ.) এ জুলুসের সূচনা করেন। সেই থেকে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছর ১২ রবিউল আউয়াল এ জুলুস পালন করা হয়। করোনার কারণে গত বছর সীমিত পরিসরে আয়োজন করার কথা থাকলে তখনও নবীপ্রেমী মানুষের ঢল নামে।

এএ